আদিবাসীদের নিয়ে প্রতিবেদনের জন্য ‘আদিবাসী বিষয়ক সাংবাদিকতা সম্মাননা’ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই প্রতিবেদক। ঢাকার আসাদগেটে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে শনিবার বিকালে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আদিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ‘আইপিনিউজ’ এ সম্মাননা পুরস্কার দিয়েছে। ‘মিজোরাম থেকে ফিরে খাবারের সংকটে কয়েকশ বম পরিবার’ শিরোনামের প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা। টানা দ্বিতীয়বারের মত এ পুরস্কার পেয়েছেন তিনি। ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ কারা, আদিবাসী বিরোধিতায় সোচ্চার কেন?- শিরোনামে প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক প্রশান্ত মিত্র। আর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত ‘স্ট্রাগলিং ফর এভরি ড্রপ’ শিরোনামের প্রতিবেদনের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন পত্রিকাটির বান্দরবান প্রতিনিধি মং সিং হাই মারমা। অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ‘আমাদের সময়’ সম্পাদক আবু সাঈদ খান বলেন, “আদিবাসী সাংবাদিকতা একটা...