প্রায় তিন বছর পর বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা উঠছে ১ অক্টোবর। ২০২২ সালের শেষের দিকে সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন’ ইস্যুকে কেন্দ্র করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। শনিবার বিশ্ব পর্যটন দিবস উদযাপনের আলোচনার সভায় কেওক্রাডং ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। শারদীয় দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটক ও পর্যটন-সংশ্লিষ্টদের অনুরোধে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির কথা বিবেচনা নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “জেলার সার্বিক পরিস্থিতিসহ সব দিক বিবেচনা করে পাহাড়চূড়ায় পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা বিষয়ে বিদ্যমান নিয়মকানুন মেনে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন।” বান্দরবানের আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, “গত ৬ জুন রুমার বগালেক এবং থানচির...