ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মৌসুমের শুরুর আশা আবারও ভেঙে গেল ব্রেন্টফোর্ডের মাঠে। প্রথম ২০ মিনিটেই দুই গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে রুবেন অমোরিমের শিষ্যরা। ফেরার লড়াইয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া হয় ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি মিসে। শেষ দিকে আরও এক গোল খেয়ে ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে লাল শিবির।গটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতা ধরে ফেলে ব্রেন্টফোর্ড। জর্ডান হেন্ডারসনের লং পাসে অফসাইড ট্র্যাপে ফেলতে গিয়ে ব্যর্থ হন হ্যারি ম্যাগুয়ের। সুযোগ কাজে লাগিয়ে ইগর তিয়াগো দুর্দান্ত শটে এগিয়ে নেন স্বাগতিকদের।এরপর কেভিন শ্যাডের নিচু ক্রস ঠেকালেও বল ফেরত পেয়ে খুব কাছ থেকে দ্বিতীয়বার জালে পাঠান সেই তিয়াগোই। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশৃঙ্খল ইউনাইটেড রক্ষণকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর হন ম্যাচ অব দ্য ডে’র বিশ্লেষক মাইকা রিচার্ডস। তার ভাষায়, ‘পুরো সিস্টেমটাই...