ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন চাল আমদানি করা হয়েছে। টন প্রতি ৫০০ ডলার হিসাবে প্রতি কেজি চালের দাম পড়েছে ৬১ টাকা। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে এসব চাল আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে বলে জানান আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া স্থলবন্দর ৫০ টন চাল আমদানি করে। প্রতি টন চাল ৫০০ মার্কিন ডলারে আমদানি করা হয়। চাল আমদানিতে স্থলবন্দরে কাজের গতি ফিরবে বলে মনে করছেন কাস্টমস ও স্থলবন্দরের ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং দায়িত্ব থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন বলেন, চট্টগ্রামের মেসার্স মক্কা ট্রেডার্স সিদ্ধ ও আতপ চাল আমদানির এলসি খুলেছেন। এরই অংশ হিসেবে শনিবার...