ভারতের তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক দল টিভিকের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের সমাবেশে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এদিন পুলিশ সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে এনডিটিভি। যদিও নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি। নিহতদের মধ্যে তিনজন শিশু। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা বিজয়ের নতুন দলের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। সোশ্যালে তিনি লেখেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়। প্রতিবেদনে...