২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে রোববার মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে লড়বে বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বি। তবে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে দশবার ফাইনালে দেখা হয়েছে দু’দলের। ফাইনালে জয়-হার বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তানই। দশবারের ফাইনালে পাকিস্তানের জয় ৭টিতে এবং ভারতের জয় ৩টিতে। ১৯৮৫ সালে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন এন্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হয় দু’দলের। আর সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত। তারিখ টুর্নামেন্টে জয় হার ব্যবধান ভেন্যু ১০ এপ্রিল ১৯৮৫ বেনসন অ্যান্ড হেজেস ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারত পাকিস্তান ৮ উইকেট মেলবোর্ন ১৮ এপ্রিল,...