২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হোটেল বন্ধের নোটিশ জারি করেছে সাতছড়ি জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী বনরক্ষক জামিল মোহাম্মদ খান, এবং ভারপ্রাপ্ত রেঞ্জার আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাতছড়ি মোল্লার হোটেল নামে পরিচিত মোস্তাক হোটেল এবং চিত্তরঞ্জন দেববর্মা নিসর্গ হোটেল দুটি বন্ধ করা হলেও সাতছড়ি জাতীয় উদ্যান জামে মসজিদ সংলগ্ন মাসুম বিল্লাহ হোটেলটি বন্ধ করা হয়নি। এ বিষয়ে সরকারি বনরক্ষক জামিল মোহাম্মদ খানকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন হাইকোর্টের একটি আদেশের কারণে মাসুম বিল্লার হোটেলটি বন্ধ করা যায়নি। তিনি আরো বলেন সাতছড়ি একটি রিজার্ভ ফরেস্ট হওয়ায় এখানে পশু পাখির বিচরণ থাকবে হোটেল ব্যবসা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিদায় মন্ত্রণালয় আমাদেরকে একটি চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছেন।...