দেশে ঐক্যবদ্ধ না থাকার কারণে ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, ওয়ান ইলেভেনের পরে ২০০৮ সালের নির্বাচনে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, যদি জনগণকে ঠিকভাবে বুঝাতে সক্ষম না হই, তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব ঘটতে পারে।” তিনি আরও বলেন, “গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।” এমন পরিস্থিতিতে ‘গুপ্ত স্বৈরাচার’ থেকে দেশকে রক্ষার পাশাপাশি মানুষকেও রক্ষা করতে নেতাকর্মীদের প্রতি...