চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বলেন, বিশ্ব নদী দিবসের এই অনুষ্ঠান থেকে বলতে চাই যে আমাদের পরিবেশের যে বিপর্যয় হয়েছে তা রক্ষা না করলে আমাদের আগামী ভবিষ্যত আরো বড় ধরণের বিপর্যযের মধ্যে পরে যাবে, আজকে চলনবিলে সিরাজগঞ্জের শাহজাদপুর বুড়ি পোতাজিয়া নামক স্থানে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা হচ্ছে তা হলে আমাদের সবচেয়ে পরিবেশ এবং চলনবিলের বড় সর্বনাশ ঘটবে। অন্য কোন বিকল্প স্থানে বিশ্ব বিদ্যালয় স্থাপন করা হোক। তবে আমরা আমাদের প্রাণের বিশ্ব বিদ্যালয় ও চাই আবার চলনবিলকেও চাই। চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের আধার এই শ্লোগান নিয়ে পাবনার চাটমোহরে বিশ্ব নদী দিবস উপলক্ষে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল বিদ্যা নিকতনের আয়োজনে সকাল...