মুন্সীগঞ্জ-২ আসনের টংগিবাড়ী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় আড়িয়ল ইউনিয়নের আপরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন জনাব আলী আজগর রিপন মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি। নেতারা এসময় বলেন,...