যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে এ যাবৎকালের সবচেয়ে বড় গুরুত্ববহ আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে, যদিও সেখানে থাকছেন না কোনো রোহিঙ্গা প্রতিনিধি। এ নিয়ে শরণার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলন প্রসঙ্গে রোহিঙ্গা নেতা ছৈয়দ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “আমাদের ছাড়া আমাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। এটা তো নায়ক ছাড়া নাটক হয়ে গেল!” সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধিদের উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের শরণার্থী কমিশনের কাছে। যুগ্ম সচিব পদমর্যাদার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, “এটা সরকারের উচ্চ পর্যায়ের বিষয়। আমরা কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন করি।” এদিকে সম্মেলনের তিন দিন আগে নিজেদের বার্তা বিশ্বের কাছে পৌঁছানোর লক্ষ্যে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে সমাবেশ...