রাজবাড়ীতে নূর-নেছা স্কুল এন্ড কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে জেলার কালুখালী উপজেলার কাটাবাড়ীয়ায় অবস্থিত নূর-নেছা স্কুল এন্ড কলেজের সামনের সড়কে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন— নূর-নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশীদ ইমন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সাহিদুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ সোহান মোল্লা, মো. হাসিবুল কবীর, মোহাম্মদ মোসলেম উদ্দিন, শয়ন শিকদার, হালিমা খাতুন, আমেনা খাতুন, শিক্ষার্থী হুমায়রা হাফসা হিমু প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কিছু লোকের কুপরামর্শে পড়ে প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা চালাচ্ছেন। এ কলেজটি এ অঞ্চলের একমাত্র...