আজকাল প্রায় সবার কানেই দেখা যায় ইয়ারবাড। গান শোনা, ভিডিও দেখা কিংবা কল রিসিভ করা—সব কিছুতেই এটি অপরিহার্য হয়ে উঠেছে। তবে নিয়মিত ব্যবহার করলেও অনেকেই ইয়ারবাড পরিষ্কারে মনোযোগ দেন না। এর ফলে কানের ময়লা, ঘাম, ধুলাবালি ও তেলের আস্তরণ জমে গিয়ে শুধু শব্দের মান কমায় না, বরং কানের ইনফেকশন বা অস্বস্তির কারণও হতে পারে। তাই বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার ইয়ারবাড পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। কীভাবে নিরাপদ ও কার্যকরভাবে ইয়ারবাড পরিষ্কার রাখা যায়। নিচে দেওয়া হলো সেই ৫টি উপায়— যদি ইয়ারবাডে আলাদা সিলিকন বা ফোম টিপ থাকে, তবে সেটি খুলে হালকা সাবান মেশানো গরম পানিতে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর নরমভাবে মুছে শুকাতে দিন। তবে ফোম টিপ পানিতে বেশি সময় রাখবেন না, এতে ক্ষতি হতে পারে। ইয়ারবাডের সামনের মেশ বা...