কক্সবাজারে শত হোটেলের ভিড়ে অভিজাত ও নান্দনিক, আধুনিক বিলাসবহুল রিসোর্ট পেতে চাইলে ডেরা রিসোর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ। ইনানী সমুদ্র সৈকতের হেলিপ্যাডে অবস্থিত রিসোর্টটি থেকে আপনি সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। যে কারণে পর্যটকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে রিসোর্টটি। শুধু কক্সবাজার নয়, মানিকগঞ্জে ডেরা রিসোর্ট রয়েছে। সেখানে আছে ডে লং প্যাকেজ এবং রাতে থাকার সুবিধা। পরিবার, বন্ধু বা সহকর্মীদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য সেখানে যাবতীয় সুবিধা রয়েছে। এটি অল-ইনক্লুসিভ রিসোর্ট। ডেরা রিসোর্টে রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, গল্ফ কোর্স, সুইমিং পুল, জৈব থাই স্পা, স্বাস্থ্য ও ফিটনেস সেন্টার, মিনি-চিড়িয়াখানা, মাছ ধরা, ঘোড়ায় চড়া, নৌকা চালানো, সাইক্লিং, বাচ্চাদের খেলার জায়গা, কনফারেন্স রুম। এ ছাড়াও ফুটবল, টেনিস এবং ব্যাডমিন্টনের মতো আকর্ষণীয় আউটডোর খেলার ব্যবস্থাও রয়েছে। যারা মনোরম ও শান্ত জায়গায় সময় কাটাতে...