ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় দুটি ট্রাকে করে ৫০টন চাল আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।চট্টগ্রামের আমদানি প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া স্থল বন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি করে। টন প্রতি ৫০০ মার্কিন ডলারে চালগুলো আমদানি করা হয়। চাল আমদানিতে স্থলবন্দরে কাজের গতি ফিরবে বলে মনে করেন কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীরা।আখাউড়া স্থলন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং দায়িত্ব থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: আখতার হোসেন জানান, মেসার্স মক্কা ট্রেডার্স ৭ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির এল, সি খুলেছেন। এরই অংশ হিসাবে ৫০ টন চাল শনিবার বিকেলে দুটি ট্রাকে করে স্থলবন্দরে এসে পৌঁছে।আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান জানান, প্রয়োজনীয় যাচাই বাছাই করে শুল্ক পরিসুদের পর আমদানিকৃত চালের ছাড়পত্র...