২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- তা’লিমী জলসার মাধ্যমে মানুষ কুরআন-সুন্নাহর জ্ঞান লাভ করে। যা জীবনের সকল ক্ষেত্রে সঠিক পথ দেখায়, আধ্যাত্মিক শান্তি ও রহমত নিশ্চিত করে এবং দুনিয়া ও আখেরাতে কামিয়াবী হতে শিখায়। তা’লিমী জলসার মাধ্যমে ইসলামি জ্ঞান শিক্ষার আদান-প্রদান হয়, ঈমানি শক্তি বৃদ্ধি করে এবং পারস্পরিক ভালোবাসা ও ঐক্য সুদৃঢ় করতে সাহায্য করে। এককথায় একটি উন্নত সমাজ গঠনে মানবজীবনে তা’লিমী জলসার গুরুত্ব অপরিসীম। শুক্রবার বাদ মাগরীব ঢাকা বনানীস্থ খানকায়ে নেছারিয়া ছালেহিয়ায় মাসিক তা’লিমী জলসায় জিকিরের তা’লীম শেষে আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা মামলা আমলে নেয়নি আদালত মার্কিন আইআরআই সরকার পরিবর্তনের...