বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচাতে খরস্রোতা পশুর নদী পাড়ি দিয়ে মোলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা গ্রামে ঢুকে পড়ে দুটি হরিণ। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় শনিবার দুপুরে হরিণ দুটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।রাসেল গাজী নামে স্থানীয় এক যুবক বলেন, শনিবার সকালে মোংলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা নামক স্থানে স্থানীয়রা হরিণ দুটিকে দেখতে পায়। নদীর পাড়ে মোংলা বন্দরের ভরাটকৃত বালুর উপরে হরিণ দুটি হাঁটাহাঁটি করছিল। হরিণ দুটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় এলাকাবাসী।করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের করমজল ও বৈদ্যমারী স্টেশনের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় ওই হরিণ দুটিকে উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, রাতের বেলা বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি প্রাণ বাঁচাতে সোয়া দুই কিলোমিটার...