রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরের জান্নাতুল মাওয়া কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. কালামের কবর গুঁড়িয়ে দিয়ে আরেকজনকে দাফন করার অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সেই শহীদের পরিবার বলছে, চলতি বছরের জুলাই মাসে জুলাইশহীদের কবর সংরক্ষণের নির্দেশ দেওয়া হলেও মিরপুরে শহীদকে অসম্মান করতে কবর গুঁড়িয়ে দিয়ে আরেকজনকে দাফন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, জুলাইশহীদ মো. কালামের পরিবার জান্নাতুল মাওয়া কবরস্থানে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক মোহাম্মদ তামিম খান বলেন, জুলাইশহীদের কবর সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। সক্ষম পরিবারের পক্ষ থেকে কবর সংরক্ষণ করা হয়েছে। কিন্তু মিরপুরের কবরস্থানে কালামের কবরের ওপরে আরেকজনকে দাফন করা হয়েছে। জেনে-বুঝে জুলাইশহীদদের অসম্মান করার জন্য এটা করা হয়েছে। এর মাধ্যমে আমরা...