২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ২৭ সেপ্টেম্বর শনিবার শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা পরিদর্শনে আসেন। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের সম্মানে ছারছীনা জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান মহোদয়কে সম্মাননা স্মারক ও দরবার শরীফ থেকে প্রকাশিত বই উপহার প্রদান করা হয়। এছাড়াও জুলফিকার হামদ-না’ত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ অতিথিবৃন্দদের সম্মানে হামদ-না’ত ও শুভেচ্ছা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সফরসঙ্গীবৃন্দ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা...