নড়াইলের কালিয়ায় প্রায় ২০ বছর ধরে বন্ধ ও খালি পড়ে থাকা ‘আল্পনা’ সিনেমা হলকে তাবলিগের ‘মার্কাজ মসজিদে’ রূপান্তর করেছে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন মাদরাসা ও মসজিদের মুহতামিম ও ইমামদের উপস্থিতিতে ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাও. হাফিজুর রহমান উদ্বোধনের মাধ্যমে সিনেমা হলটি ‘কালিয়া উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদ’ হিসেবে রূপান্তরিত করেন। জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ নামে একটি সংগঠনের পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদে রূপান্তরে সহযোগিতা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, সহ-সভাপতি মাওলানা মফিজুর রহমান ও মাওলানা শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা...