ধনকুবেরদের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল ইয়ট, প্রাসাদোপম বাড়ি, দামি পোশাক-আশাক আর রত্নখচিত অলংকার। কিন্তু যুক্তরাষ্ট্রের এক উদ্যোক্তার গল্প একেবারেই ভিন্ন। যখন কোটিপতির তালিকায় তার নাম উঠল, তখন তা তার কাছে আনন্দের নয়, বরং বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।অদ্ভুত মানসিকতার এই উদ্যোক্তার নাম ইভন শুইনার্ড। জনপ্রিয় পোশাক ব্র্যান্ড পাটাগোনিয়ার প্রতিষ্ঠাতা তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস যখন তাকে কোটিপতিদের তালিকায় অন্তর্ভুক্ত করে, তখন ভীষণ রাগ হয় তার। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে, মানবকল্যাণে নিজের কোম্পানি দান করে দেবেন।জানা গেছে, বর্তমানে ওই উদ্যোক্তার বয়স ৮৬। আর্থিক হিসেবে এখন তিনি কোটিপতি নন, কারণ পুরো কোম্পানির মালিকানা দিয়ে দিয়েছেন একটি ট্রাস্ট ও অলাভজনক প্রতিষ্ঠানের হাতে। তবে এই সিদ্ধান্তকে কখনো ত্যাগ বলে মনে করেননি শুইনার্ড। বরং মিতব্যয়ী জীবনযাপনই তার কাছে স্বস্তিদায়ক।শৈশব থেকেই...