পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার স্বস্তি সঙ্গী হলো একবার। কিন্তু দ্বিতীয় গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশ। অন্তিম সময়ে ম্যাচ নিল নাটকীয় মোড়। সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে টেনে নিল বাংলাদেশ। কিন্তু সেখানে জালের দেখাই পেলেন না ইকরামুল, আজম। আবারও ভারতের বিপক্ষে হেরেই সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে গেল বাংলাদেশের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শনিবার ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়। টাইব্রেকারে ভারতের দাল্লালমোন গাংতে, কোরো মেইতে, ইন্দ্রা রানা মাগার, শুভম পোনিয়া-এই চার জনই পান জালের দেখা। টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শট নেওয়া মোহাম্মদ ইকরামুল কাঁপান ক্রসবার। আজম খানের শট ফেরান গোলকিপার। মোহাম্মদ মানিক তৃতীয় শটে গোল পেলেও লাভ হয়নি। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে গত আসরেও ভারতের বিপক্ষে ২-০...