উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস সেপ্টেম্বর থেকে গ্রাহক প্রতি পানির দাম ১০০ টাকা করে বাড়ানোর জন্য বকেয়া বৈদ্যুতিক বিলের কথা বলেছেন। উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কার্যালয় জানায়, সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হয়। এখান থেকে এক হাজার ৩০০ গ্রাহকের মধ্যে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এটি পরিচালনার জন্য ‘পাটগাতী গ্রামীণ পানি সমিতি’ গঠন করা হয়। ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি রয়েছে। আর উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের প্রকৌশলীকে। পানির গ্রাহক পাটগাতী গ্রামের রহমত আলী বিশ্বাস, গিমাডাঙ্গা গ্রামের আজিম শেখ বলেন, এতদিন আধা ইঞ্চি ব্যাসার্ধের পাইপের পানির লাইনে ২৫০ টাকা এবং পৌনে এক...