চাকরি পেতে দেশের তরুণ-তরুণীদের বড় একটা অংশ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সহায়তা চান বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে। সংস্থাটির শ্রমশক্তি জরিপ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ দশমিক ৮০ শতাংশ চাকরিপ্রার্থী বন্ধু বা আত্মীয়স্বজনকে অনুরোধ জানান। বিবিএসের হিসাবে, সংবাদপত্রের বিজ্ঞাপন রয়েছে দ্বিতীয় স্থানে। ২৫ দশমিক ৮০ শতাংশ বেকার চাকরি খোঁজার জন্য সংবাদপত্রের বিজ্ঞাপনের সাহায্য নিয়েছেন। আর চাকরির জন্য সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যান ৯ দশমিক ৭০ শতাংশ প্রার্থী। সরাসরি প্রতিষ্ঠানে বা চাকরিদাতার কাছে গিয়ে আবেদনের হার শহরেই বেশি। এই হার গ্রামীণ এলাকায় ৮ দশমিক ৮০ শতাংশ এবং শহর এলাকায় ১১ দশমিক ৮০ শতাংশ। জরিপের ফল বলছে, ২০২৪ সাল শেষে দেশে ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। বেকারত্ব ও জনশক্তির হিসাব এতদিন...