বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বৈরাচার দেশের কাঁধে বসেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করেছিলেন। পরবর্তীতে আবারও স্বৈরাচার এসেছে, জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরও দেশের কাঁধে স্বৈরাচার চেপে বসেছিল, জনগণ তাদেরও সরিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি গণতন্ত্রের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে আগামী দিনেও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।” শনিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। তারেক রহমান বলেন, “বিগত ১৫-১৬ বছর আমরা...