ডেনমার্কের বৃহত্তম সামরিক ঘাঁটিসহ কয়েকটি ঘাঁটির কাছে ড্রোন দেখা গেছে, গত সপ্তাহের মাঝামাঝি এ ধরনের ধারবাহিক কয়েকটি ঘটনায় ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ার পর ফের দেশটির আকাশে ড্রোনের আনাগোনা দেখা যাচ্ছে। বিবিসি জানিয়েছে, অন্যান্য ঘাঁটিগুলোর মধ্যে ডেনমার্কের প্রধান বিমান ঘাঁটি কারুপের উপরেও ড্রোন দেখা গেছে, এর ফলে ঘাঁটিটির আকাশপথে বাণিজ্যিক ফ্লাইট চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। ইউরোপের ওই অঞ্চলের জার্মানি, নরওয়ে ও লিথুনিয়ার আকাশেও সম্ভাব্য ড্রোন দৃষ্টিগোচর হয়েছে। সর্বশেষ এই ঘটনার আগে ডেনর্মাকের আকাশে সন্দেহজনক অনেকগুলো ড্রোনের তৎপরতা দেখা গেছে। এতে আকাশ হামলার ক্ষেত্রে ডেনমার্কের দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং এসব ঘটনায় রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে ভয় ছড়িয়েছে। ডেনমার্কের কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবারের অনুপ্রবেশের ঘটনাগুলোকে ‘হাইব্রিড আক্রমণ’ বলে মনে করছে তারা। তবে এর পেছনে মস্কো আছে, এমন ধারণা দেওয়ার মতো...