বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মকর্তাগণের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স ব্যাচ-০৭ ও ০৮ (২০২৫-২০২৬) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম মাহবুবুল বাসেত ভূঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। প্রধান অতিথির বক্তব্যে সঞ্চিয়া বিনতে আলী বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের অগ্রযাত্রায় দক্ষ ও সৎ কর্মকর্তা তৈরি করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করে ব্যাংকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।” একজন প্রশিক্ষণার্থী...