পর্যটন শিল্পের অনন্য এক নাম বান্দরবান। পর্যটন মৌসুম ছাড়াও প্রায় সারাবছর দর্শনার্থীরা ছুটেন এ জেলায়। এখানকার নীলগিরি, নীলাচল, বগালেক, থানচি, রাইখিয়াং ও রুমা ভ্রমণ পিপাসুদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রতি বছর এসব বিনোদন স্পটে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভিড় জমায়। এখানকার হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, গাইডিং সার্ভিস ও স্থানীয় হস্তশিল্প অর্থনীতিকে বদলে দিয়েছে। তবে কুকি-চিন সংকট ও জাতীয় নির্বাচন এ মৌসুমে পর্যটন শিল্পে নতুন সংকট তৈরি হতে পারে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে কুকি-চিন সশস্ত্র গ্রুপ গঠিত হলেও ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে নাথান বম সেটি প্রকাশ করে। এর পর থেকে তারা রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলার পরিস্থিতিকে নাজুক করে তুলেছিল। বিভিন্ন সময় সংঘর্ষ, নিহত, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। ২০২২ সালের ১৭ অক্টোবর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়ার পর চলতি বছরের ৫...