বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সাক্ষগ্রহণের নির্ধারিত দিনে মামলার মূল তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষগ্রহণ করা হবে। তার জবানবন্দি ও জেরায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে। রাষ্ট্রপক্ষের সাক্ষী গ্রহণ শেষ হলে এরপর নিয়ম অনুযায়ী আসামিপক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও এই মামলায় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে সেই সুযোগ নেই। তার পরিপ্রেক্ষিতে মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হবে। কবে নাগাদ মামলা শেষ হতে পারে সেটি নিয়ে মুখ খোলেননি প্রসিকিউশন ও আসামিপক্ষের কেউই। তবে সাক্ষী গ্রহণ ও যুক্তি-তর্ক শেষ হলেই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জাগো নিউজকে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে...