ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার করা হয়ে আসছে বহুকাল থেকে। তবে চুলের যত্নেও গোলাপ জল ব্যবহারের উপকারিতা গোলাপ জল চুলের আর্দ্রতা বজায় রাখে ও মাথার ত্বকের সমস্যা কমায়। ২০২০ সালে জার্নাল অব কসমেটিক ডার্মাটোলজি-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক উপাদান যেমন গোলাপ জল ও নারকেল তেল চুলের শুষ্কতা ও খুশকি কমাতে পারদর্শী। গবেষকরা উল্লেখ করেন, এই উপাদানগুলো স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং চুলের প্রাকৃতিক ঝলক বাড়ায়। ৩-৫ চামচ গোলাপ জল ও ১ চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। প্রতিদিন সকালে বা শ্যাম্পুর পরে এই স্প্রে ব্যবহার করুন। শুকনো চুলেও এই স্প্রে ব্যবহার করতে পারেন। এটি চুলের আর্দ্রতা ধরে রাখবে ও চুলকে চকচকে করবে। নিয়মিত ব্যবহার স্ক্যাল্পের খুশকি ও শুষ্কতা কমাতে সাহায্য করবে। ১. চুলের...