আমেরিকার নিউইয়র্ক সিটির কুইন্স পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশী কবি কাজী জহিরুল ইসলামকে ঘিরে আয়োজন করা হলো ভিন্নধর্মী এক সাহিত্য বিকেল। ‘অথর্স টক অ্যান্ড বুক সাইনিং’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। সম্প্রতি ফ্লাশিংয়ের আইআরসি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরি ম্যানেজার কিলুসান বাউতিস্তা। তিনি বলেন, “বাংলা ভাষার খ্যাতিমান লেখক কাজী জহিরুল ইসলামের উপস্থিতি আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে আমরা আরো বাংলা ভাষার লেখককে এই প্ল্যাটফর্মে যুক্ত করতে চাই।” অথর্স টকের মূল পর্বে আরশিয়া হোসেন সাক্ষাৎকারের মাধ্যমে কবি জহিরুল ইসলামের লেখক হয়ে ওঠার গল্প তুলে ধরেন। জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি রামায়ণ, মহাভারত, পি বি শেলি, জালালুদ্দিন রুমি, এজরা পাউন্ড, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য প্রসঙ্গ টেনে আনেন। সাক্ষাৎকারের পর দর্শকদের...