চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একই দিনে দুই যুবকের করুণ আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসান আলী (১৯) এবং কীটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছাব্বির হোসেন (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসাদাহ গ্রামের মাঝপাড়ার বাসিন্দা ট্রাকচালক আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজের ঘরের বাঁশের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবার জানায়, কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পাওয়ার পর থেকে হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রচ- মাথাব্যথা ও মানসিক অস্থিরতার কারণে তিনি অল্পতেই রেগে যেতেন। অবশেষে সেই অসহনীয় যন্ত্রণাই তার জীবনের ইতি টেনে দিল। অন্যদিকে, একই সন্ধ্যায় উপজেলার বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন পারিবারিক অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নেন। জানা গেছে, মায়ের কাছে মাত্র ১০০ টাকা...