নদী খালবিল প্রাকৃতিক অপার সম্ভাবনায় সমৃদ্ধ ভালুকায় সর্ব প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ শুরু করেন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সমভ্রান্ত রাজনৈতিক পরিবারে সন্তান আমিন উল্যাহ চৌধুরী সবুজ মিয়া। এক সময়ের খরস্রোতা বনখীরু নদীর পাড়ঘেঁষা ভালুকার ঐতিজ্যবাহী চৌধুরীবাড়ী রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করে। ভালুকার সাবেক এমএনএ ও এমপি মরহুম আফতাব উদ্দীন চৌধুরীর ছেলে ও ভালুকা আসনের কয়েকবারের সাবেক এমপি, লোকসংস্কৃতির আতুরঘর বুলবুল ললিতকলা একাডেমির সাবেক চেয়ারম্যান মরহুম আমান উল্যাহ চৌধুরীর ছোট ভাই আমিন উল্যাহ চৌধুরী সবুজ ময়মনসিংহ জেলাস্কুল থেকে এস এস সি পাস করেন। ১৯৭৩ সালে ঢাকার সলিমুল্লাহ কলেজ থেকে ডিগ্রী পাশ করে ঠিকাদারী ব্যবসায় নিয়জিত হন। ঠিকাদারীর মত বিব্রতকর কাজে তিনি মন বসাতে পারেননি। পরে তার আপন ভগ্নিপতি কৃষি বিশ^ বিদ্যালয়ের তৎকালীন প্রফেসর মরহুম আব্দুল ওয়াদুদ মিয়ার...