উপসাগরীয় অঞ্চল, অর্থাৎ গাল্ফ কো-অপারেশন অব কাউন্সিল (জিসিসি)-এর কোনো দেশে প্রথমবারের মতো ইসরায়েলের হামলার পর প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে দেশগুলো৷ এর মধ্যে রয়েছে আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিরক্ষা চুক্তি৷ দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের জিসিসি সদস্যরাষ্ট্র কাতারের রাজধানী দোহায় মিসাইল হামলা চালায় ইসরায়েল৷ ইসরায়েলের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে৷ দোহায় চালানো এই হামলায় ছয় জন নিহত হন৷ নজিরবিহীন এই হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে এসেছে৷ বিষয়টি এতটাই গুরুত্ব পাচ্ছে যে, ওই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে কোনো কেনো রাজনীতবিদ‘ইসলামিক ন্যাটো' গঠনের কথাও বলছেন৷ গত ৯ সেপ্টেম্বর কাতারে মিসাইল হামলা চালায় ইসলায়েল৷ প্রতিরক্ষার ভাষায় যাকে বলা হয় ‘ওভার দ্য হরাইজন' হামলা৷ গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হামলার আগে লোহিত সাগরের উপর দিয়ে ১০টি ইসরায়েলি জঙ্গি বিমান...