শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিসিবি পরিচালকের পদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজ্জাক। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ইতোমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও ক্লাব (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ক্যাটাগরি-৩) থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ক্যাটাগরি-৩) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং একই দিন দুপুর ২টায়...