২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম খারাপ সময় থেকে বের হতেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। দিনকে দিন যেন চোরাবালিতে আটকে যাচ্ছে ইংল্যান্ডের সফলতম দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ব্রেন্টফোর্ডের মাঠে স্রেফ উড়ে গেছে হুবেন অ্যামুরির দল। ঘরের মাঠে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্ডফোর্ড। স্কোর কার্ড যতটা বাজে দেখাচ্ছে, মাঠে ইউনাইটেডের পারফরম্যান্স ছিল তার চেয়েও করুণ! শুরুর ২০ মিনিটে দুই গোল করে ব্রেন্টফোর্ডকে জয়ের পথে এগিয়ে নেন ইগো চিয়াগো। ছয় মিনিট পর একটি গোল শোধ দেয় বেনিয়ামিন ইসকো। ৭৬তম মিনিটে পেনাল্টি পেয়ে সমতা টানার সুযোগ নষ্ট করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করেন মাথিয়াস ইয়েনসেন। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আনন্দে...