কক্ষপথে ফেরার প্রতিশ্রুতি, ঘুরে দাঁড়ানোর আভাস এবং এরপর আবার ব্যর্থ- বছরের পর বছর ধরে এভাবেই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া হুবেন অ্যামুরির দল সপ্তাহ ঘুরতেই জয়রথ থেকে ছিটকে পড়ল। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আনন্দে ভাসল ব্রেন্টফোর্ড। নিজেদের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ব্রেন্টফোর্ড। ইগো চিয়াসোর জোড়া গোলের পর, প্রথমার্ধেই একটি গোল শোধ করেন বেনিয়ামিন...