এশিয়া কাপের ফাইনালে ভারতকে পরিষ্কার ফেভারিট মেনে নিচ্ছেন মিসবাহ-উল-হাক। তবে লড়াইটা যখন এক ম্যাচের, তখন যে কোনো কিছু হতে পারে বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়কের চাওয়া, ভালো একটি দিন কাটুক তার উত্তরসূরিদের আর বিপরীত অবস্থা হোক ভারতের। দুবাইয়ে রোববার এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই প্রতিযোগিতার ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। দুই দলের লড়াইয়ে মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা নেই অবশ্য অনেক দিন ধরেই। চলতি আসরেই যেমন, গ্রুপ পর্ব ও সুপার ফোরের দুই ম্যাচে ভারতের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১৫ বারের দেখায় ভারতের জয় ১২টি, পাকিস্তানের ৩টি। সবশেষ চার ম্যাচেই জয় ভারতের। তবে ফাইনাল বলেই আশাবাদী মিসবাহ। পিটিভি স্পোর্টসের অনুষ্ঠানে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান তুলে ধরলেন...