২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে বন্যহাতির তাণ্ডবে মো. সিরাজ উল্লাহ নামের এক কৃষকের বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চেয়ারম্যান আব্দুস সাত্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা দুইটি বন্যহাতি সিরাজ উল্লাহর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের চার সদস্য স্থানীয়দের সহযোগিতায় কোনোমতে প্রাণে রক্ষা পান। তবে বসতবাড়িটি সম্পূর্ণ ভেঙে যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, “বন্যহাতির আক্রমণের খবর পেয়েছি। বিষয়টি আমি দেখতেছি। বাঁশখালী (জলদি) রেঞ্জের বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, খবর...