অনেক দিন ধরেই ইউরোপের ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ নামের এক আইনের বিরোধিতা করে আসছে অ্যাপল। আইনটি বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ক্ষমতা সীমিত করতে ও বাজার প্রতিযোগিতা সুরক্ষিত রাখতে ইউরোপীয় ইউনিয়ন চালু করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এ আইনে বলা হয়েছে, অ্যাপলের মতো বড় প্রযুক্তি বিভিন্ন কোম্পানিকে তাদের প্ল্যাটফর্মগুলো খুলে দিতে হবে, যেন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ছোট কোম্পানিও বাজারে প্রতিযোগিতা করার সুযোগ পায়। এখন অ্যাপল বলছে, এ আইনের বিধিনিষেধের কারণে ইউরোপের নাগরিকরা এরইমধ্যে কিছু ফিচার থেকে বঞ্চিত হচ্ছেন বা সময়মতো সেগুলো হাতে পাচ্ছেন না এবং ভবিষ্যতে এর মানে হতে পারে, কিছু পণ্য ইউরোপে নাও যেতে পারে। অ্যাপলের এ মন্তব্য এমন সময়ে এল যখন প্রথমবারের মতো ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ আইনের কার্যকারিতা মূল্যায়ন করছে ইউরোপীয় কমিশন। এ পর্যালোচনার লক্ষ্য, এ আইন কতটা সফলভাবে...