এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র তোলার দিন ছিল শনিবার। এদিন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক কাউন্সিলর হয়েছেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্রও কিনেছেন। খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক হওয়ার কথা। খুলনা বিভাগে জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিনটি।মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসে শনিবার দুপুরে মনোনয়নপত্র কেনেন রাজ্জাক। কিন্তু নির্বাচন করতে হলে বা পরিচালক হতে হলে তাকে ছাড়তে হবে বিসিবির নির্বাচক পদ। সেটি তিনি এরই মধ্যে করেছেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই স্পিনার বলেছেন, তিনি এরই মধ্যে বিসিবির নির্বাচক হিসেবে পদত্যাগ পত্র জমা দিয়েছেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এত দিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে...