টি-টোয়েন্টির কার্যকর ব্যাটসম্যান হিসেবে দেশের ক্রিকেটে খুব একটা পরিচিতি নেই মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেনের। সেই দুজনের ব্যাটই এবার হয়ে উঠল উত্তাল। লক্ষ্য ছিল বেশ বড়। কিন্তু এই দুজনের ঝড়ো ইনিংসে অনায়াসেই জিতে যায় চট্টগ্রাম বিভাগ। জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচটিতে শনিবার ঢাকা মেট্রোকে ৭ উইকেটে হারায় চট্টগ্রাম বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ঢাকা মেট্রো করে ১৮৬। রান তাড়ায় চট্টগ্রাম বিভাগ জিতে যায় ১৯ বল বাকি রেখেই। চারটি চার ও ছয়টি ছক্কায় ৩৭ বলে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জয়। শাহাদাত খেলেন ৫ ছক্কায় ৩৬ বলে ৬৪ রানের ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা। টস জিতে ব্যাটিংয়ে নামা মেট্রো উড়ন্ত শুরু পায় মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের ব্যাটে। ৮.৩ ওভারে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন।...