আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাংলাদেশ স্কোয়াড গড়া ও জাতীয় লিগ টি-টোয়েন্টির খেলা দেখা নিয়ে ব্যস্ত সময় কাটছিল আব্দুর রাজ্জাকের। তবে নির্বাচকের সেই ব্যস্ততা ছেড়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ভূমিকায় আবির্ভাবের ছবি মেলে ধরলেন তিনি শনিবার। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার জন্য মনোনয়নপত্র কিনলেন সাবেক এই স্পিনার। মনোনয়নপত্র নেওয়ার আগে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তার দায়িত্ব ছেড়ে দেওয়া নিশ্চিত করে বিসিবি। দল বাছাইয়ের কাজ থেকে ক্রিকেট প্রশাসনে আসতে চাওয়ার পেছনের ভাবনা বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানালেন ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার। “মাত্রই মনোনয়ন নিলাম। অনেক কিছুই এখনও বাকি। খুব বেশি কিছু বলার সময়ও হয়নি এখন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলাম, ক্রিকেটেই থাকব। আগেও ক্রিকেটের উন্নতিতে কাজ করার চেষ্টা করেছি, নতুনভভাবে সুযোগ পেলে সেটিই করার চেষ্টা...