ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মূলত উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শের জন্য রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের ওপর জাতিসংঘের প্রত্যাহারকৃত নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে। আর এই পদক্ষেপের পেছনে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ইউরোপীয় তিন দেশের।এর আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা ৬ মাস স্থগিতের জন্য জোর প্রচেষ্টা চালায় রাশিয়া ও চীন। তাতে তাদের আনা প্রস্তাব ব্যর্থ হওয়ার একদিন পর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিল পাস হয়। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের প্রস্তাব কেবল চারটি দেশের সমর্থন পেয়েছিল, ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের পথ উন্মুক্ত হয়।উল্লেখ্য, এক মাস আগেই ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার জন্য প্রচেষ্টা শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তাদের অভিযোগ, ইরান...