বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়ন ফর্ম নিয়েছেন মোট ৬০ জন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে মনোনয়ন সংগ্রহ প্রক্রিয়া।তফসিল অনুযায়ী, আজই ছিল মনোনয়ন নেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে কার্যক্রম। কেউ সরাসরি উপস্থিত থেকে, কেউ বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেছেন ফর্ম।কোন ক্যাটাগরিতে কতজনক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):২৫ জনচাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন সাবেক বাঁহাতি স্পিনারঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জনক্যাটাগরি–২ (ক্লাব):৩২ জনক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা):৩ জনআলোচিত প্রার্থীরামনোনয়ন নিয়েছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (ক্যাটাগরি–২) এবং জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক–ব্যাটার খালেদ মাসুদ পাইলট (ক্যাটাগরি–৩)। ক্লাব ক্যাটাগরি থেকে ফর্ম কিনেছেন সাবেক অধিনায়ক...