বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আগে কৃত্রিমভাবে ময়লা ছিটিয়ে পরে তা পরিষ্কার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হওয়া এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা-আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেই ময়লা পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন। এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ভিডিওটি দেখার পর আমি বিষয়টি জানতে পারি। আমার এক কর্মচারী সাংবাদিকদের বলছিল যে, এখানে তো...