গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের বহনকারী নৌযাত্রা 'মিডিয়া ফ্লোটিলা'য় অংশ নিতে যাচ্ছেন খ্যাতিমান আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) ইতালি থেকে যাত্রা শুরু করবেন তিনি। সেখানে যোগ দিয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গাজামুখী ফ্লোটিলায় উঠবেন শহিদুল। আজ (২৭ সেপ্টেম্বর) দৃক এক বিবৃতিতে জানায়, বিকেল ৩টায় পান্থপথের দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন শহিদুল। সেখানে তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্দেশ্য তুলে ধরবেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতির বার্তা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহিদুল আলমের স্ত্রী, লেখক ও অধিকারকর্মী রেহনুমা আহমেদ। তিনি বলেন, 'শহিদুল যাচ্ছেন বলে আমরা গর্বিত এবং বাংলাদেশকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় প্রতিনিধিত্ব করতে দেখে গর্বিত। আমাদের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ, যেমনটি থাকা উচিৎ এবং আমি সবসময় তাতে গর্ব বোধ করেছি।' 'শহিদুলের...