২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল পাকিস্তান ও ভারত। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ৬ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে ভারত। এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে ভারত। এরপর সুপার ফোরেও সেরা দলের তকমা নিয়ে ফাইনালের টিকিট পায় টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হারে পাকিস্তান। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় তারা। সুপার ফোরেও ৩ ম্যাচে ২ জয় ও ১টি ম্যাচে পরাজিত হয় পাকিস্তান। গ্রুপ পর্বের মত সুপার ফোরেও ভারতের কাছে হারের লজ্জা পায় পাকিস্তান। তারপরও...