সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচজুড়েই লিড ধরে রেখেছিল ভারত। শেষ মূহুর্তে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ইহসান হাবিব রিদুয়ান। খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই স্বপ্ন ভঙ্গ লাল-সবুজের প্রতিনিধিদের। ৪-১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। কলম্বোতে ফাইনালে ২-২ গোলে শেষ হয় লড়াই। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মানিক ও রিদুয়ান। ভারতের গোল দুটি করেন দাল্লালমৌন গ্যাংটে ও আজলান শাহ। পরে টাইব্রেকারে নির্ধারণ করা হয় ভাগ্য। সেখানে বাংলাদেশের হয়ে মিস করেন ইকরামুল ইসলাম ও আজম খান। ম্যাচের তৃতীয় মিনিটে লিড পায় ভারত। বাংলাদেশ রক্ষণভেদ করে জালে বল পাঠান দাল্লালমৌন গ্যাংটে। ২৫ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মানিক। হেডে ভারত জালে গোল পাঠান লাল-সবুজের নাম্বার নাইন। আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই লড়তে থাকতে সমান তালে। ৩৮ মিনিটে ফের লিড পায় ভারত। এবার বাংলাদেশ রক্ষণ পরাস্ত...