লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে লামিনে ইয়ামালের খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা দূর করে দিয়েছেন হান্সি ফ্লিক। এই ম্যাচ দিয়েই স্প্যানিশ তরুণ সেনসেশনের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ। কুঁচকির সমস্যায় ভুগছিলেন ইয়ামাল। যে কারণে চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পর থেকে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। এই সময়ে খেলতে পারেননি ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে। চোট কাটিয়ে ওঠার কথা শুক্রবার নিজেই জানান ইয়ামাল। সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও পোস্ট করে ১৮ বছর বয়সী উইঙ্গার লেখেন, ‘আমি ফিরে এসেছি।’ অলিম্পিক স্টেডিয়ামে রোববার লিগ ম্যাচে রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর দুই দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শিরোপাধারী পিএসজির বিপক্ষে লড়বে তারা। তাই লা লিগার ম্যাচটিতে ইয়ামালের খেলা নিয়ে কিছুটা সংশয় ছিলই। সোসিয়েদাদ...